ফোর্বস বিলিয়নিয়ার্স ২০২৫ প্রকাশ: দেখে নিন বিশ্বসেরা ধনী ব্যক্তিদের তালিকা

০২ এপ্রিল ২০২৫, ১০:৫৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৯ AM

© সংগৃহীত

ফোর্বস বিলিয়নিয়ার্স ২০২৫ তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে টেসলার সিইও ইলন মাস্ক ৩৪২ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তির অবস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, অতিক্রম করেছেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে। জাকারবার্গের সম্পদের পরিমাণ ২১৬ বিলিয়ন ডলার, যেখানে বেজোসের মোট সম্পদ ২১৫ বিলিয়ন ডলার।

ভারতের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানি তালিকায় পিছিয়ে পড়েছেন, এবারের অবস্থান ২৮তম। তার মোট সম্পদ ৫৬.৩ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম। গত বছর তার সম্পদ ছিল ৮৪ বিলিয়ন ডলার এবং তিনি ১৭তম স্থানে ছিলেন। ২০২৩ সালে তার সম্পদ ৪৯.৭ বিলিয়ন ডলার থাকায় তিনি ২৪তম অবস্থানে ছিলেন।

এ বছর ফোর্বস বিলিয়নিয়ার্স তালিকায় হলিউড অভিনেতা আরনল্ড শোয়ার্জনেগার এবং কৌতুক অভিনেতা জেরি সাইনফেল্ড একই সম্পদ নিয়ে ২৭৯০তম স্থানে রয়েছেন। তাদের প্রত্যেকের মোট সম্পদ ১.১ বিলিয়ন ডলার।

শোয়ার্জনেগার সিনেমা থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করেছেন এবং তার রিয়েল এস্টেট, ব্যক্তিগত শেয়ার এবং শেয়ার বাজারে বড় বিনিয়োগ রয়েছে। অন্যদিকে, জেরি সাইনফেল্ড নেটফ্লিক্সের সঙ্গে ৫০০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছেন, যার মাধ্যমে তার জনপ্রিয় সিটকম ‘সাইনফেল্ড’ পাঁচ বছর ধরে স্ট্রিম করার সুযোগ পেয়েছে। পাশাপাশি, স্ট্যান্ড-আপ কমেডি এবং অন্যান্য স্ট্রিমিং প্রকল্প থেকেও তিনি প্রচুর অর্থ আয় করেছেন।

এ বছর বিলিয়নিয়ার তালিকায় নতুন অন্তর্ভুক্তদের মধ্যে রয়েছেন কিংবদন্তি রক মিউজিশিয়ান ব্রুস স্প্রিংস্টিন। তিনি ২৬২৩ নম্বরে অবস্থান করছেন।

গত এক দশকে ব্রুস স্প্রিংস্টিন ২১টি স্টুডিও অ্যালবাম, ১০টি লাইভ অ্যালবাম এবং সাতটি ইপি প্রকাশ করেছেন, যা বিশ্বব্যাপী ১৪০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। ২০২১ সালে তিনি সনি মিউজিককে তার সংগীতের স্বত্ব ৫০০ মিলিয়ন ডলারে বিক্রি করেন, যা সংগীত ইতিহাসের অন্যতম বড় ক্যাটালগ বিক্রির ঘটনা ছিল।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9