বঙ্গবন্ধু একটি ইতিহাস, একটি সংগ্রামের নাম: মোজাম্মেল হক

৩১ আগস্ট ২০১৯, ০৮:০৩ PM

© টিডিসি ফটো

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়। বরং একটি ইতিহাস, একটি সংগ্রামের নাম। আমরা তার জীবনীকে একটি দর্শন হিসেবে বিবেচনা করি।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্মরণে শপথে ১৫ আগস্ট' শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অ্যালামনাই এসোসিয়েশনের সভা কক্ষে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন সভাটির আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, ‘সেদিন তারা ব্যক্তি মুজিবকে হত্যা করেই মনে করেছিল বঙ্গবন্ধুর নাম বোধ হয় আর কেউ মুখে নেবে না। আজকে ব্যক্তি বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। কিন্তু তার আদর্শ আমাদের মাঝে আছে। জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী। আমার মনে হয়, তিনি যেন টুঙ্গিপাড়ার ওই কবরস্থানে শুয়েই বাংলাদেশকে পরিচালিত করছেন।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যে পাকিস্তান আন্দোলনে প্রথম কাতারের সৈনিক ছিলেন, কিন্তু যেদিনই বলা হলো 'উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা' সেইদিনই এই দূরদর্শী নেতা বুঝতে পেরেছিলেন যে এই পাকিস্তানের মাধ্যমে বাঙালির মুক্তি আসবে না। পাকিস্তানের মাধ্যমে ইংরেজ প্রভু'র বদলে পাঞ্জাবি প্রভু পাওয়া গিয়েছে, ইংরেজ শোষকের পরিবর্তে পাঞ্জাবি শোষক পেয়েছি।’

বঙ্গবন্ধু তার বাকশালে যে অর্থনৈতিক কর্মসূচি দিয়েছিলেন সেই অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই তার রক্তের ঋণ পরিশোধ করতে হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মোজাম্মেল হক।

ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক একে আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস এম মাকসুদ কামাল ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি কবির হোসেন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় কবি নির্মলেন্দু গুণে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেন এবং ষাটের দশকে বঙ্গবন্ধুর সঙ্গে তার বিভিন্ন স্মৃতি চারণ করেন।বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহযোগী হাজী গোলাম মোর্শেদও বঙ্গবন্ধুকে স্মৃতি চারণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

ভার‍ত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা বিসিবির 
  • ০২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৬ জান…
  • ০২ জানুয়ারি ২০২৬
মুফতি আমির হামজার পেশা ‘ব্যবসা ও কৃষি’, বার্ষিক আয় ৯ লাখ ট…
  • ০২ জানুয়ারি ২০২৬
রাজপথ দখল না করা পর্যন্ত আমার ভাইয়ের হত্যার বিচার হবে না: ঢ…
  • ০২ জানুয়ারি ২০২৬
সিলেট টাইটান্সের ম্যাচসহ সব কার্যক্রম বয়কটের সিদ্ধান্ত
  • ০২ জানুয়ারি ২০২৬
গুলশান সেন্ট্রাল মসজিদে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!