উইকিপিডিয়ার নিবন্ধে যুক্ত হলেন ডাকসুর ভিপি নুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ০১:০৬ AM
বর্তমান সময়ে আলোচিত নাম নুরুল হক নুর। ডাকসুর নব নির্বাচিত সহ-সভাপতি (ভিপি)। গত বছরের শুরুর দিকে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠা প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের’ অন্যতম সংগঠক তিনি। প্রায় ২৮ বছর পর গত সোমবার অনুষ্ঠিত হওয়া ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হওয়ার পর থেকে আলোচনায় নুরুল হক নুর।
মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় এবার যুক্ত হলেন তার নামে একটি নিবন্ধ। এই নিবন্ধে নুরুল হক নুরের শৈশবকাল, শিক্ষাগত যোগ্যতা এবং কোটা সংস্কার আন্দোলন নিয়ে তার ভূমিকার কথা উল্লেখ রয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মোহাম্মদ মুহসিন হোসাইন নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘শুভ সংবাদ। আজ নুরুল হক নুরের নাম উইকিপিডিয়াতে যুক্ত হয়েছে। এত অল্প বয়সে দেশের কোন গণমানুষের প্রকৃত নেতা উইকিপিডিয়াতে নাম লিখতে পারে নাই। থাকতে হবে ন্যায়ের সাথে, ভেসে যাবে অন্যায়। ধন্যবাদ উইকিপিডিয়া কতৃপক্ষকে’।
জানা গেছে, পটুয়াখালীর গলাচিপার কৃষক মো. ইদ্রিস হাওলাদারে ছেলে নুরুল হক নুর। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর দ্বিতীয়। এত বড় সংসারের ঘানি টানতে নুরের বাবা ইদ্রিস হাওলাদার কৃষি কাজের পাশাপাশি উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৪নং ওয়ার্ডের একটি বাজারে চায়ের দোকান দিয়েছেন। এ দোকান দিয়েই তিনি সংসার চালান।
পটুয়াখালীর চর বিশ্বাস ইউনিয়নেই শৈশব কেটেছে নুরের। সেখানের চর বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন তিনি। এর পর ভর্তি হন গাজীপুরের কালিয়াকৈরের একটি স্কুলে। সেখান থেকে এসএসসি এবং উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্য বিভাগে ভর্তি হন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ভর্তি হয়েছিলেন নুর।
ব্যক্তিগত জীবনে নুর বিবাহিত। তার স্ত্রী একজন শিক্ষক। তার স্ত্রীর নাম মারিয়া আক্তার। তিনি স্থানীয় মধ্য চর বিশ্বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিন বছর আগে চর বিশ্বাস ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলীর মেয়ে মারিয়াকে বিয়ে করেন নুর।