আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন

২০ জানুয়ারি ২০২৫, ১২:৪৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
চবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটির সদস্যরা

চবি উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটির সদস্যরা © সংগৃহীত

তৃতীয় এফডিসিইউ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামে (ইউএসটিসি) অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ও ১৮ জানুয়ারি অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ডিবেটরস অব চিটাগাং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্সআপ হয়েছে চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি।

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ডিবেটারস অব চিটাগং ইউনিভার্সিটির চ্যাম্পিয়ন দল রবিবার (১৯ জানুয়ারি) চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতারের সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় ডিবেটরস অব চিটাগং ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন দলের সদস্য মো. আরাফাত ইসলাম রিফাত, মো. হাসিব খান ও শেখ সাদিয়া সিদ্দিকা উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শেষ হচ্ছে আজ

উপাচার্য এ সাফল্যের জন্য বিজয়ী সদস্যদের অভিনন্দন জানান। তিনি তাদের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। এ সময় তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন তিনি।  

উল্লেখ্য, আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় ৩২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন শেখ সাদিয়া সিদ্দিকা। চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ বক্তা  নির্বাচিত হন মো. আরাফাত ইসলাম রিফাত। প্রতিযোগিতায় নির্বাচিত স্বতন্ত্র বিচারকের দায়িত্ব পালন করেন তুষার নাথ অন্ত।

দেশের প্রত্যেক সেক্টরে নারীরা কাজ করবেন : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না : জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
সাবেক উপদেষ্টা মাহফুজের ভাই শাপলা কলি, ধানের শীষে গণসংযোগে …
  • ২৩ জানুয়ারি ২০২৬
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয় : মঈন খান
  • ২৩ জানুয়ারি ২০২৬
সরস্বতী পূজায় ৪০ মন্ডপে জবি ছাত্রদলের উপহার প্রদান
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবির বি ও সি ইউনিটে শততম নুহা—জাবি ও শাবিতে পজিশন ৫০-এর নি…
  • ২৩ জানুয়ারি ২০২৬