ছাত্রকে শ্বাসরোধে হত্যা, ৬ শিক্ষকের বিরুদ্ধে মামলা মায়ের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুন ২০২২, ০৯:৩৫ AM , আপডেট: ২৮ জুন ২০২২, ০৯:৩৫ AM
টাঙ্গাইলে সৃষ্টি স্কুলে পঞ্চম শ্রেণির ছাত্র শিহাবের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করেছেন তার মা আসমা আক্তার। সোমবার (২৭ জুন) সন্ধ্যায় সদর থানায় তিনি এ মামলা করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
ওসি বলেন, তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। এ বিষয়ে আসমা আক্তারের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। শিহাবের ফুফাতো ভাই আল আমিন শিকদার হিমু জানান, মামলায় সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান শরিফুল ইসলাম রিপনকে আসামি করা যায়নি।
আরো পড়ুন: দাঁড়িয়ে থাকা লরিতে পাওয়া গেল ৪৬ জনের মরদেহ
গত ২০ জুন টাঙ্গাইল শহরের সৃষ্টি স্কুলের ছাত্রাবাসে শিহাবের মরদেহ পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষ সে সময় পরিবারকে ফোন দিয়ে জানায়, শিহাব অসুস্থ। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে শিহাবের মরদেহ পান তার অভিভাবকরা।
তবে শিহাবের মৃত্যু শ্বাসরোধে হয়েছে বলে রোববার ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। এ ঘটনায় স্কুলের অধ্যক্ষসহ ৯ শিক্ষককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জিজ্ঞাসাবাদ করে।