ধর্ষণের অভিযোগ

ঢাবি ছাত্র ইউনিয়নের ভূমিকার সমালোচনায় সাবেক কেন্দ্রীয় সভাপতির

বাকী বিল্লাহ ও ছাত্র ইউনিয়নের লোগো
বাকী বিল্লাহ ও ছাত্র ইউনিয়নের লোগো  © ফাইল ফটো

ধর্ষণে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদকে বহিস্কার করা হয়েছে। তবে ঘটনা পরবর্তী ছাত্র ইউইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি বাকী বিল্লাহ।

বুধবার (২৩ মার্চ) দিবাগত রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই সভাপতি।

ফেসবুক পোস্টে তিনি জানান, ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় তাকে দল থেকে বহিস্কারও করা হয়েছে। এ পরিস্থিতিতে ছাত্র ইউনিয়নের উচিত অল-আউট সাপোর্ট নিয়ে ভিক্টিমের পাশে দাঁড়ানো; ধর্ষণের গুনগুন মান পরীক্ষা নয়। ধর্ষণ ধর্ষণই।  দুঃখজনকভাবে ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেজ থেকে একের পর এক অপরিনামদর্শী বিবৃতি প্রদান করা হচ্ছে। ওই সব বিবৃতির ভাষা ঠিক সাংগঠনিক বা কালেক্টিভ মনে হয় না, মনে হয় কোনো ব্যক্তি কথা বলছে, বা তার সদ্য গজানো ইন্টেলেকচুয়াল দাতের ধার পরীক্ষা করছে। আর তার মওকা হিসেবে বেছে নিয়েছে এই ঘটনাকে। শকিং!

প্রসঙ্গত, গত রবিবার ঢাবি ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদম আকিফ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের বিষয়ে লিখিতভাবে জানানো হয়। পরবর্তীতে ঘটনায় নিজের সম্পৃক্ততার ঘটনায় স্বীকারোক্তিমূলক পদত্যাগপত্র হস্তান্তর করেন।

পরে সংগঠনটির নিয়ম অনুযায়ী সোমবার (২১ মার্চ) এক বিবৃতি দিয়ে আকিফ আহমেদকে দল থেকে বহিস্কার করা হয়।


সর্বশেষ সংবাদ