তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২১ PM
নাঈম কাজী

নাঈম কাজী © ফাইল ফটো

তরুণীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম নাঈম কাজী (২৪) উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে। মুকসুদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

মামলার বিবরণে জানা যায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারি ওই তরুণীকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে ধর্ষণ করেন। পরে তরুণীর বাবা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে একটি মামলা করেন। এরপর পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে নাইম কাজীকে গ্রেফতার করে।

আরও পড়ুন: গণহারে এমপিও ফাইল রিজেক্ট, শিক্ষকদের ক্ষোভ

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার আমিনুল ইসলাম বলেন, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা সদর থেকে ছাত্রলীগ নেতা নাঈমকে গ্রেফতার করা। আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা বলেন, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কাজীর বিরুদ্ধে যদি ধর্ষণ এবং অপহরণের বিষয়টা প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দল থেকে তাকে বহিষ্কার করা হবে।

শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬