বহুতল ভবন থেকে লাফিয়ে সাবেক মিস ইউএসএর আত্মহত্যা

৩১ জানুয়ারি ২০২২, ০৫:৫০ PM
মিস ইউএসএ চেসলি ক্রিস্ট

মিস ইউএসএ চেসলি ক্রিস্ট © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন সাবেক মিস ইউএসএ চেসলি ক্রিস্ট। গতকাল রবিবার (৩০ জানুয়ারি) ম্যানহাটনের একটি ভবন থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন বলে তার পরিবার এবং নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে। তার বয়স হয়েছিল ৩০ বছর। 

এক বিবৃতিতে তার পরিবার বলেছে, বিধ্বস্ত এবং অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ভালোবাসার চেলসি মারা গেছে। তার আলো, সৌন্দর্য এবং শক্তি পৃথিবীজুড়ে অন্যদের অনুপ্রাণিত করতো। সে যত্ন করতো, ভালোবাসতো, হাসতো এবং জ্বলমলে ছিল। খবর সিএনএনের। 

মৃত্যুর আগে চেলসি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, আজ আপনার বিশ্রাম এবং শান্তি নিয়ে আসুক। 

চেলসি একজন অ্যাটর্নিও ছিলেন। আমেরিকার বিচার ব্যবস্থার সংস্কারে সাহায্য করতে চাইতেন তিনি। দুইটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি তিনটি ডিগ্রি নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতায় চেসলি ক্রিস্ট বিজয়ী হয়েছিলেন। পাশাপাশি একটি টিভি চ্যানেলের বিনোদনমূলক অনুষ্ঠানের সংবাদদাতা হিসেবে কাজ করতেন চেসলি ক্রিস্ট। 

আজই শেষ হচ্ছে ক্যাভালরির সঙ্গে শমিতের চুক্তি, নতুন গন্তব্য …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
ঝালকাঠিতে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জানাজায় খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনাকে দায়ী করে যা বলা হলো …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির নজরদারিতে নোয়াখালীর ‘রহস্যজনক’ কোচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বিসিবির নজরদারিতে নোয়াখালীর ‘রহস্যজনক’ কোচ
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খুবি শিক্ষকের পোস্টে খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার তুলনা, …
  • ৩১ ডিসেম্বর ২০২৫