হতাশাগ্রস্ত হয়ে রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

০৬ নভেম্বর ২০২১, ১০:৩০ PM
রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল রোহান

রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল রোহান © প্রতীকী ছবি

রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা ওয়াপদা রোডে গলায় ফাঁস লাগিয়ে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার নাম বিজয় ইসলাম রোহান (১৬)।

বেশ কিছুদিন ধরে কোনও কারণে হতাশাগ্রস্ত ছিল সে। সে কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা পরিবারের। টাঙ্গাইল সদর উপজেলার মরহুম ইউসুফ আলীর ছেলে রোহান। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।

মৃতের ভাই হৃদয় ইসলাম বলেন, রোহান কিছুদিন ধরে কোনও কারণে হতাশাগ্রস্ত ছিল। হয়তো তাই এ ঘটনাটি ঘটিয়েছে। তবে আমাদের কোনও অভিযোগ নেই, আমরা বিনা ময়নাতদন্ত নিতে চাচ্ছি।

তিনি আরও বলেন, রামপুরায় ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুরে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসুর সর্বশেষ ভোট গণনায় কে এগিয়ে, ভোটের ব্যধান কত?
  • ০৭ জানুয়ারি ২০২৬
নাসিরের বিধ্বংসী ব্যাটিংয়ে পঞ্চম হার নোয়াখালীর
  • ০৭ জানুয়ারি ২০২৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী রেজা কিবরিয়াকে শোকজ
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসুর এক কেন্দ্রে এক ভোটও পায়নি শিবিরের জিএস-এজিএস, ছাত্রদ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতা কাউন্সিলর বাপ্পী কলকাতায় আট…
  • ০৭ জানুয়ারি ২০২৬