আজিমপুর গার্লস স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

১২ এপ্রিল ২০২১, ০৯:৫৬ PM

© প্রতীকী ছবি

রাজধানীর লালবাগের কালারপাড় এলাকায় মারিয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে চারটায় অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মারিয়া নানা-নানি ও মায়ের সঙ্গে লালবাগের আমলীগুলার কালারপাড় এলাকায় ভাড়া বাসায় থাকত। তার বাড়ি শরীয়তপুর জেলার জাজিরায় বলে জানা গেছে। তিনি আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

নিহতের মা শিল্পী বেগম জানান, আমার মেয়ে আত্মহত্যা করেনি। সে ঘুমের ট্যাবলেট খেয়েছিল। পরে তাকে অচেনতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মেয়েকে মৃত ঘোষণা করেন। তার মেয়ের সঙ্গে নেহাল আহমেদ নামে এক ছেলে সঙ্গে সম্পর্ক আছে বলেও জানায় তিনি।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রহমান বলেন, নিহতের মা বলছে ঘুমের ওষুধ খেয়েছে। কিন্তু আমরা সুরতহালে তার গলায় দাগ পেয়েছি। তার মা বলছে ময়নাতদন্ত ছাড়া নিহতের লাশ নিয়ে যাবে। তাদের কথা সন্দেহজনক। তথ্যেও গড়মিল রয়েছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দুইদিনে সম্মিলিত ইসলামি ব্যাংক থেকে টাকা উঠিয়েছেন ১৩ হাজার …
  • ০৫ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের দাবি মেনেই হচ্ছে নতুন সূচি!
  • ০৫ জানুয়ারি ২০২৬
নকলের দায়ে ৯৪ শিক্ষার্থীকে শাস্তি দিল জাতীয় বিশ্ববিদ্যালয় (…
  • ০৫ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদনে যেসব চ্যালেঞ্জ দেখছেন ভ…
  • ০৫ জানুয়ারি ২০২৬
আইপিএল থেকে বাদের পর কী করেছিলেন মুস্তাফিজ?
  • ০৫ জানুয়ারি ২০২৬
টেলিটকের সঙ্গে জরুরি বৈঠকে এনটিআরসিএ
  • ০৫ জানুয়ারি ২০২৬