চুয়েট ছাত্র দুই দিনের রিমান্ডে

৩০ মার্চ ২০২১, ০৯:০২ AM
গ্রেফতারকৃত চুয়েট ছাত্র সৌরভ চৌধুরী

গ্রেফতারকৃত চুয়েট ছাত্র সৌরভ চৌধুরী © ফাইল ফটো

ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার অভিযোগে গ্রেফতার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী সৌরভ চৌধুরীকে (২৪) দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ মার্চ) চট্টগ্রাম জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলালুদ্দীনের আদালত তার রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (রাউজান- রাঙ্গুনিয়া সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আসামি সৌরভ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) উদ্দেশ্য করে নোংরা ও কুরুচিপূর্ণ মন্তব্যে করার দায়ে সৌরভ চৌধুরীর বিরুদ্ধে রাউজান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পুলিশ বাদি হয়ে মামলাটি দায়ের করে।

পরে গত ২১ মার্চ সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে রাউজান থানা পুলিশ তাকে চট্টগ্রামের নালাপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সৌরভ। নোয়াখালীর বেগমগঞ্জের গ্রামের প্রয়াত কিরিট কুমার রায় চৌধুরীর ছেলে তিনি।

পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেখেছেন ৮ বার, টাইম ম্যাগাজিনকে নিজের পছন্দের মুভির নাম বলল…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, বিচারের দাবিতে বরিশাল বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন সাবেক ভা…
  • ২৯ জানুয়ারি ২০২৬