সাড়ে ৫ বছরের শিশু ভাগ্নিকে যৌন নিপীড়ন মামার

২৫ ডিসেম্বর ২০২০, ১০:৪৪ AM
শিশু ভাগ্নিকে যৌন নিপীড়ন মামার

শিশু ভাগ্নিকে যৌন নিপীড়ন মামার © প্রতীকী ছবি

আপন মামার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছেন সাড়ে পাঁচ বছরের শিশু ভাগ্নি। শুরুর দিকে এ বিষয়টিকে পাত্তা দেয়নি পরবিার। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে আলোতে আসে মূল ঘটনা। পরে নিপীড়নে অভিযুক্ত মামাকে (১৬) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গাজীপুর মহানগরের পূবাইল থানার উজিরপুরা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটেছে।

ভিকটিম শিশুটির বাবা জানান, সাড়ে পাঁচ বছরের শিশু সন্তানকে (ভিকটিমকে) নিয়ে তার বাবা-মা শিশুটির নানার বাড়ি থাকেন। গত কয়েকদিন ধরে শিশুটিকে তার আপন মামা (১৬) যৌন হয়রানি করে আসছিল। বিষয়টি স্বজনদের জানানো হলে কেউ গুরুত্ব দেয়নি।

তিনি বলেন, গত ৬ ডিসেম্বর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। অবস্থার উন্নতি না হওয়ায় শিশুটিকে ১৩ ডিসেম্বর ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষার পর যৌন হয়রানির বিষয়ে সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে বৃহষ্পতিবার (২৪ ডিসেম্বর) থানায় অভিযোগ করা হলে পুলিশ ভিকটিমের মামাকে আটক করে।

যদিও শিশুটির পিতার বক্তব্যের সাথে মিল নেই মায়ের। ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগকে বাতুলতা উল্লেখ করে তার মা বলেন, পারিবারিক কলহের জেরে শিশুটির নেশাগ্রস্ত বাবা এ মিথ্যা অভিযোগ করছেন। তবে এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত (কর্মকর্তা) ওসি নাজমুল হক ভুইয়া জানান, শিশুটির বাবা-মা ও অভিযুক্ত মামাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে যৌন হয়রানি করা হয়েছে বলে তার বাবা দাবি করলেও শিশুটির মা তা অস্বীকার করেছে।

জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) ইলতুৎ মিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কারা হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় আ'লীগ নেতার মৃত্যু
  • ০৪ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে বন্ধ হতে যাচ্ছে আইপিএলের সম্প্রচার!
  • ০৪ জানুয়ারি ২০২৬
মিডিয়ায় থাকা ফ্যাসিবাদের দোসররা বিপ্লবীদের ভিলেন বানাচ্ছে: …
  • ০৪ জানুয়ারি ২০২৬
ফেনী-৩ আসনে বিএনপি প্রার্থী মিন্টুর ৫০৭ কোটি টাকার সম্পদ
  • ০৪ জানুয়ারি ২০২৬
যবিপ্রবির বাস চালককে মারধর, থানায় মামলা
  • ০৪ জানুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ভাইয়ের বিরোধ মেটাতে গিয়ে বড় ভাই খুন
  • ০৪ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!