এমসি কলেজে গণধর্ষণের আরও ‍দুই আসামির ডিএনএ সংগ্রহ

০৩ অক্টোবর ২০২০, ০১:৪৩ PM
ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে

ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে © সংগৃহীত

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূ গণধর্ষণের ঘটনার আসামি ছাত্রলীগ নেতা তারেকুল ইসলাম তারেক ও মাহফুজুর রহমান মাসুমের ডিএনএর নমুনা সংগ্রহ করা হয়েছে। আজ শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ প্রহরায় নেয়া হয় তাদেরকে।

তারেক ও মাহফুজ পাঁচ দিনের রিমান্ডেও রয়েছেন। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার এ তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার মামলার অপর আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রাজন মিয়া, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি এবং আইনুদ্দিনের ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়।

এসএমপির এক কর্মকর্তা জানান, ধর্ষণের সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ নমুনা সংগ্রহ করতে মেডিকেলে নেয়া হয়। তবে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত তারা ধর্ষণে সম্পৃক্ত ছিল।

প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের শিকার হন ওই নববধূ। স্বামীসহ ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নববধূর স্বামী বাদী হয়ে মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ আরও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, আবেদন শেষ ৩ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
৯ম পে স্কেল বাস্তবায়ন ও প্রজ্ঞাপনের দাবিতে নোবিপ্রবিতে বিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
অসংক্রামক রোগ প্রতিরোধে নজরুল কলেজে রেড ক্রিসেন্টের র‍্যালি
  • ২৯ জানুয়ারি ২০২৬