সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আওয়ামী লীগ নেতা নিহত

২২ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৪৭ PM

© সংগৃহীত

বান্দরবান সদর উপজেলার জামছড়ি বাজারে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি। এ হামলায় আহত হয়েছেন আরো পাঁচজন। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করলেও কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হচ্ছে না।

নিহত আওয়ামী লীগ সভাপতির নাম বাচনু (৬০)। আহতরা হলেন- মংক্য চিং (২৫), ক্য প্রু মং (৪০), আদাসে (৩২), লা মং সিং (৩৫), সাবেক মেম্বার উ চ থোয়া (৬০)। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

তিন বছর আগে একই গ্রামে হামলা চালিয়ে সন্ত্রাসীরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মংপু মারমাকে অপহরণ করে নিয়ে যায়। এখনও তার কোনো সন্ধান মেলেনি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যায় বিভিন্ন জায়গা থেকে এসে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের কয়েকটি দল এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়।

এদিকে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত আমরা তদন্ত করে দেখছি।

আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!