মতলব উত্তর (চাঁদপুর) উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির স্পিড বোর্ড সংরক্ষণ সংলগ্নে জেলেদের জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি © টিডিসি ফটো
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে চলছে মা ইলিশ ধরার মহোৎসব। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা, বিক্রি ও মজুদের ওপর সরকারের নিষেধাজ্ঞা থাকলেও নদীতে প্রকাশ্য দিবালোকেই জেলেরা মেঘনা নদীতে ইলিশ শিকারে যাচ্ছে এবং ইলিশ শিকার করছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন উপজেলার সচেতন মহল।
সরেজমিনে বুধবার (১৫ অক্টোবর) সকাল পৌনে ১০ টায় উপজেলার সেচ প্রকল্প বেড়িবাঁধ সংলগ্ন মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির নিয়মিত স্পিডবোট বেঁধে রাখা স্থানের পাশেই স্পিড বোট লাগোয়া বেশ কয়েকটি জেলে নৌকায় জেলেদের নদীতে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিতে দেখা গেছে। তাদের কাছাকাছি গিয়ে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলতে থাকলেও তারা কোন ধরনের আপত্তি কিংবা তাদের মধ্যে কোন ধরনের ভয় ভীতি পাবার মত কোন ধরনের পরিস্থিতি লক্ষ্য করা যায়নি বরং জেলেদের কেউ কেউ বলে উঠলেন, কত ছবি তুলবেন তোলেন, ছবি তুইল্লা কি অইবো? আমগো সব লাইন ঘাটই গুছাইন্না আছে।
এর একটু পরেই মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির নিকটস্থ মোহনপুর পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে দুই কিশোরকে মাছ শিকার করতে ব্যস্ত থাকতে দেখা গেছে। এছাড়াও দশানী ও ছটাকি এলাকায় মেঘনা নদীতে কয়েকটি মাছ ধরা নৌকাকে জাল দিয়ে নদীতে মাছ ধরতে দেখে গেছে।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির স্পিডবোর্ড সংরক্ষণের পাশেই দিনের বেলাতেই বেশ কয়েকটি নৌকায় জেলেদের জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির বিষয়টি সম্পর্কে নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আলী এর সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলার সুযোগ না পাওয়ায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
মুঠফোনে কথা হলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস নৌ- পুলিশ ফাঁড়ির স্পিডবোট সংরক্ষণ স্থানের পাশেই বেশ কয়েকটি জেলে নৌকা জাল নিয়ে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির বিষয়টি স্বাভাবিক বলে মন্তব্য করেন। এমনকি অনেক সময় তিনি নদীতে অভিযান থেকে ফেরার পথে প্রকাশ্যেই জেলেদের মাছ ধরতে মাঝ নদীতে যাচ্ছে এমন দৃশ্যও তিনি লক্ষ্য করেছেন বলে জানান।