লক্ষীপুরে জামায়াতের ওয়ার্ড আমির খুন
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ PM
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কামাল হোসেনের হামলায় ওয়ার্ড জামাতের আমির সানোয়ার হোসেনকে (২৯) হত্যা করা হয়েছে।আজ শনিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে নিজ বাড়ির পুকুরের দিকে যাচ্ছিলেন সানোয়ার হোসেন। এ সময় চাচা কামাল হোসেন তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তার চিৎকার শুনে মা হাসিনা বেগম, ভাই আরিফ হোসেন ও ছেলে রাকিব এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।
এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। এসময় চাচা কামাল হোসেনের ছেলে রাকিব হোসেন ও রাহাত হোসেনকে আটক করা হয়। এদিকে আহতদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সানোয়ার হোসেন উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। তিনি ও কামাল হোসেন ইউনিয়নের ব্রহ্মপাড়া গ্রামের বাসিন্দা। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল বলে জানান সানোয়ার হোসেনের স্ত্রী আরজিনা আক্তার তন্বী।
নিহতের মা হাসিনা বেগম বলেন, ‘কথায় কথায় আমার দেবর কামাল হোসেন ও তার সন্তানরা আমাদের পরিবারের ওপর হামলা ও মারধর করে। আজ আমাদের সামনে প্রকাশ্যে শাবল দিয়ে, আমার ছেলের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
রামগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ‘জমি সংক্রান্ত বিষয়ে তাদের পারিবারিক দ্বন্দ্বে এমনটি ঘটেছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই এবং মূল আসামিকে দ্রুত গ্রেফতারের দাবি জানাই।’
লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।’