প্রেমের প্রস্তাব অস্বীকার করায় স্কুলছাত্রী হত্যা 

ঘাতক ফারুক এবং স্কুল শিক্ষার্থী রোমেনা আক্তার।
ঘাতক ফারুক এবং স্কুল শিক্ষার্থী রোমেনা আক্তার।  © সংগৃহীত

নোয়াখালী সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রোমেনা আক্তারকে একই এলাকার ফারুক নামে একজন প্রেমের আমন্ত্রণ জানায়। এতে রোমেনা রাজি না হয়ে তার পরিবারকে জানালে ফারুক ক্ষুদ্ধ হয়ে তাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও মানববন্ধন করে তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী।

গতকাল বৃহস্পতিবার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছর উদ্দিন জসিম, ইউপি সদস্য আবদুল মন্নান, সমাজকর্মী মাহমুদুল হাসান রুবেল, আরমান হোসেন, আরিফুল হাসানসহ নিহত স্কুলছাত্রী রোমেনার সহপাঠীরা বক্তব্য রাখেন। বক্তারা রোমোন হত্যার মামলার প্রধান আসামি খাটে ফারুক হোসেনের গ্রেপ্তারসহ তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রোমেনার পরিবার ও তার সহপাঠীদের অভিযোগ- রোমেনা আক্তারকে একই এলাকার আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখ্যান করলে স্কুলে আসা যাওয়ার পথে ফারুক প্রায়ই উত্যক্ত করতো। রোমেনা বিষয়টি তার পরিবার ও সহপাঠীদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ৭ এপ্রিল রাতে ফারুক রোমানদের বাড়িতে গিয়ে পিটিয়ে তাকে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই সে মারা যায়। এ ঘটনার পর ঘাতক ফারুক পালিয়ে যায়।

এ ঘটনার পরদিন রোমেনার মা ভানু বেগম বাদী হয়ে ফারুক ও তার বাবা আবুল কাসেমকে আসামী করে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আবুল কাসেমকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সুধারাম থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মামলার প্রধান আসামী পৃলাতক ফারুক হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence