কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর
- কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
- প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ১০:০৩ AM

চট্টগ্রামের কর্ণফুলীতে তেল কিনতে গিয়ে দোকানির হাতে মারধরের শিকার হয়েছে এক কিশোর। শুধু তাই নয়, ঘটনার পরদিন দোকানি ও তার লোকজন কিশোরের বাড়িতে হামলা চালিয়ে তার বড় বোনকে তুলে নিয়ে প্রকাশ্যে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর ফের তার পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত ৯ জুন রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নে। আহত কিশোর (১৪) ও তার বড় বোন (১৭) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ঘটনার দিন রাত ৯টার দিকে শিকলবাহার মালুম বাড়ির সামনে মুদি দোকানি মো. খোরশেদের (৩৭) দোকানে সয়াবিন তেল কিনতে যায় কিশোরটি। তবে বোতলের ভেতরে ময়লা দেখতে পেয়ে সে তেলের মান নিয়ে প্রশ্ন তোলে।
এতে ক্ষিপ্ত হয়ে দোকানি প্রথমে তাকে চড়থাপ্পড় মারেন। পরে কয়েকজনকে সঙ্গে নিয়ে কিশোরের বাড়িতে হামলা চালিয়ে তার বড় বোনকে ঘর থেকে টেনে বের করে বেধড়ক মারধর করেন।
আরও পড়ুন: ইসরায়েলকে হামলার চড়া মূল্য দিতে হবে: ইরান
এ ঘটনায় তাদের মা বাদী হয়ে কর্ণফুলী থানায় চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। আসামিরা হলেন—মুদি দোকানি মো. খোরশেদ (৩৭), মো. ফজল (৪০), মো. মনির ওরফে লেদুসহ (৫৬) কয়েকজন অজ্ঞাত ব্যক্তি।
মামলার পরও তারা হুমকি-ধমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বাদী। তিনি বলেন, ‘আমি মেয়েকে নিয়ে হাসপাতালে আছি। কিন্তু মামলা করার পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। দোকানি খোরশেদ ও তার লোকজন আমার স্বামীকে রাস্তায় মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের সহযোগিতা চাই।’
ঘটনার পর থেকে আসামিরা পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করছি। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’