বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন
- যশোর প্রতিনিধি
- প্রকাশ: ০৩ জুন ২০২৫, ১২:১৪ AM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০১:৪৮ PM
যশোরের চৌগাছা উপজেলার শাহাজাদপুর গ্রামে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। আজ সোমবার (২০ মে) বিকেলে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক বড় ভাই পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তাকে আটকের চেষ্টা চলছে।
নিহত যুবকের নাম শিহাব উদ্দিন (২১)। তিনি শাহাজাদপুর গ্রামের মহিদুল ইসলামের ছোট ছেলে।
আরও পড়ুন: সরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানাল কারিগরি বোর্ড
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, দুপুরে বাইসাইকেল ব্যবহারের বিষয় নিয়ে শিহাবের সঙ্গে তার বড় ভাই সুমন হোসেন (২৫)-এর কথাকাটাকাটি হয়। বিকেলে সেই বিরোধ চরমে ওঠে। একপর্যায়ে সুমন ঘর থেকে ছুরি এনে শিহাবের পিঠের বাম পাশে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন শিহাব।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সজিব হোসেন জানান, নিহতের শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছুরির কোপ বুক পর্যন্ত পৌঁছেছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাইসাইকেল নিয়ে পারিবারিক তুচ্ছ ঘটনা থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল ঘিরে রেখেছে।