ঘুমন্ত বৃদ্ধাকে ঘর থেকে বের করে পিষে মারল বন্যহাতি

বন্যহাতির দল
বন্যহাতির দল  © ফাইল ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গভীর রাতে লোকালয়ে হানা দিয়ে ছুরতন নেছা (৬৫) নামে এক বিধবা বৃদ্ধাকে পিষে মেরেছে বন্যহাতির দল। বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় ঘুমন্ত বৃদ্ধার ঘরে হানা দিয়ে টেনে বের করে বাড়ির আঙিনায় ফেলে মেরে ফেলে তাকে। নিহত বৃদ্ধা গ্রামের মৃত রঙ্গু শেখের স্ত্রী। 

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে।

বন বিভাগ জানায়, সম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হানা দিয়ে বিধ্বস্ত করে। এ সময় ভেতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পা দিয়ে পিষে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরনের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। 

আরও পড়ুন: সাগরে সৃষ্ট নিম্নচাপে পিরোজপুরের কয়েকটি অঞ্চল প্লাবিত, বিপাকে জনজীবন

গত ২০ মে রাতে ঝিনাইগাতী উপজেলার বড় গজনী সড়কের দরবেশ তলা ও গজনী-বাকাকুড়া সড়কে দু’জনকে নির্মমভাবে হত্যা করে বন্যহাতির দল। মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী বলেন, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও বের হতে পারেননি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!