গুমের শিকার বিএনপি নেতার বাসায় পরোয়ানা, সেই এসআইকে প্রত্যাহার

ডিএমপি
ডিএমপি  © সংগৃহীত

দীর্ঘ ১২ বছর ধরে নিখোঁজ বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের বাড়িতে ‘মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা’ হাতে গিয়ে বেকায়দায় পড়ে ক্ষমা চাইল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনার পরপরই সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ডিএমপির তেজগাঁও থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে একটি দল মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় যায়। এক পর্যায়ে তারা গুম হওয়া বিএনপির নেতা সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যায়। বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট এসআই আকরামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

আরও পড়ুন: যমুনার সামনে থেকে সরে জনসভাস্থলে গেলেন আন্দোলনকারীরা

অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ।


সর্বশেষ সংবাদ