প্যারোলে মুক্তির আবেদন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমার নির্দেশ পেলেন ডা. দীপু মনি

৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০৪:৩৭ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন নিয়ে শুনানি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার (৩০ এপ্রিল) শুনানি শেষে ট্রাইব্যুনাল তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর পাশে থেকে সেবাযত্ন করার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন ডা. দীপু মনি।

গত ১ আগস্ট রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

সরকার পতনের পর ১৩ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি পেনাল কোডের ৩০২/১৪৯/৩৪ ধারায় রুজু করা হয়েছে। মামলা নম্বর ০৫।

মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে দেশজুড়ে ছাত্র-জনতা মিছিল ও সমাবেশ করে। এসব শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। ১৯ জুলাই মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় আয়োজিত এক সমাবেশে পুলিশ গুলিবর্ষণ করলে রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানি আবু সায়েদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬