ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা

দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজ
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজ  © ফাইল ছবি

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার এক কলেজশিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই ছাত্রী (১৮) বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন। এজাহারে তিনি বলেছেন, অভিযুক্ত শিক্ষক তাঁকে বিয়ে করবেন বলে আশ্বাস দিয়ে ‘ক্রনিক ধর্ষণ’ করেছেন।

অভিযুক্ত শিক্ষক সাজিদ হাসান দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের মরহুম ওহিদুল ইসলামের ছেলে ও দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক। 

মামলা সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের আব্দুস সালাম বাবুর মেয়ে (২০) ২০২০ সালে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল এ্যান্ড কলেজে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল। ওই সময় একই শিক্ষা প্রতিষ্ঠানের পদার্থ বিজ্ঞানের প্রভাষক সাজিদ হাসানের সাথে সে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ছাত্রীটি শিক্ষক সাজিদ হাসানের কাছে নিয়মিত প্রাইভেট পড়তো। সে সময় থেকে প্রভাষক সাজিদ হাসান তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করে।

এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১ মার্চ বিকেল সাড়ে ৪টায় দামুড়হুদা উপজেলা সদরের গুলশান পাড়ার কুতুব মাস্টারের বাড়ীর নীচ তলায় শিক্ষক সাজিদ হাসানের ভাড়া নেওয়া প্রাইভেট পড়ানোর ঘরের মধ্যে আবারো তাকে ধর্ষণ করেন। এরপর ওই ছাত্রী, তাকে বিয়ে করতে বললে তিনি নানান তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে শিক্ষক সাজিদ হাসানের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা দায়ের করে।  

সাজিদ হাসানের সহকর্মীরা জানিয়েছেন, সাজিদ বিবাহিত। তাঁর ৯ ও ৬ বছর বয়সী দুটি মেয়ে আছে। তিনি পরিবারের সদস্যদের নিয়ে কখনো দামুড়হুদা, কখনো দর্শনায় বসবাস করেন।

গতকাল রাতে মামলার খবর জানাজানি হলে অভিযুক্ত প্রভাষক সাজিদ হাসান আত্মগোপনে চলে যান। অভিযোগের বিষয়ে জানতে তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র বলেন, মামলার বিষয়টি জানার পর প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে। আজকে জরুরি সভা ডাকা হয়েছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence