‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী  © টিডিসি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন লোকজন। এ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে নিরাপত্তা তল্লাশি চালাচ্ছের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকে এই প্রতিরোধভিত্তিক সমাবেশে ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন স্থান থেকে লোকজন একত্র হতে শুরু করেছে। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত আগের পরিকল্পনা ছিল এই ‘মার্চ’ সম্পূর্ণ করার, তবে নতুন ঘোষণামতো বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত অনুষ্ঠিত হবে।

পুরানা পল্টন, গুলিস্তানের জিপিও ও কাকরাইলের মোড়ে লোকজনকে একত্র হয়ে দেখা যাচ্ছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মদল মোড়ে মোড়ে তল্লাশি চালিয়ে সতর্কতা অবলম্বন করছে। মাথায় কালো ব্যাচ পরা ব্যক্তি এবং হাতে কালো পতাকার প্রতিবাদ শনাক্ত হলে, সেগুলো জব্দ করা হচ্ছে, যাতে সন্দেহভাজন সামগ্রী কোনো ধরনের অশান্তি সৃষ্টি না করে।

আরও পড়ুন: ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি: সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে জনতার ঢল

মার্চ ফর গাজা কর্মসূচির আহ্বান জানিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। এ কার্যক্রমে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক, যার নেতৃত্বে এই আয়োজনকে রাজধানীতে ফিলিস্তিনের নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানোর অন্যতম বৃহত্তম জনজমায়েতে রূপান্তরিত করার প্রত্যাশা প্রকাশ পেয়েছে। 

আয়োজকরা জানিয়েছেন, গাজার নিরস্ত্র জনগণের পাশে দাঁড়ানো ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জনমত তৈরির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।


সর্বশেষ সংবাদ