বাবার লাশ ঘরে ফেলে পালিয়ে গেলেন ছেলে-পুত্রবধূ

লাশ
লাশ  © সংগৃহীত

ভোলার চরফ্যাশনে বাবার লাশ ঘরে ফেলে রেখে পালিয়ে গিয়েছে ছেলে ও পুত্রবধূ। স্থানীয়রা বলছেন, বাবাকে খুন করে পালিয়েছে তারা।

শনিবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রতন ফরাজী (৭০) ওই গ্রামের মৃত আলী হোসেন ফারাজীর ছেলে।

নিহতের প্রতিবেশীরা জানান, বৃদ্ধ রতন ফরাজী ও তার স্ত্রী বিলকিস বেগম তাদের ছেলে আমিরুলের ঘরে থাকতেন। এ সুযোগে বৃদ্ধ বাবা-মায়ের সাথে প্রায়ই খারাপ আচরণ করতেন আমিরুলের স্ত্রী শাহনাজ।শনিবার ইফতারের পর পুত্রবধূর কাছে খাবার খেতে চান শ্বশুর রতন ফরাজী। এসময় তরকারি ভালো রান্না না হওয়া নিয়ে পুত্রবধূর সঙ্গে শ্বশুরের তর্ক বাধে।

তার আরও বলেন, ওই তর্কের জেরে ছেলে আমিরুল ও পুত্রবধূ শাহনাজ মিলে বাবার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ ঘরে রেখে পালিয়ে যায় তারা। পরে রতন ফরাজীর স্ত্রীর ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে ঘরের মেঝেতে বৃদ্ধ রতন ফরাজীর নিথর দেহ দেখতে পান।

তবে রতন ফরাজীর স্ত্রী বিলকিস বেগম বলেন, তিনি অন্য ঘরে ছিলেন। কীভাবে তার স্বামীর মৃত্যু হয়েছে, তা জানেন না তিনি। পরে খাবার ঘরে এসে দেখেন স্বামীর দেহ মাটিতে পড়ে আছে।

চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যু আসল কারণ জানা যাবে।


সর্বশেষ সংবাদ