প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ
শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ  © প্রতীকী ছবি

যশোরের শার্শায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আল আমিন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগির শ্বশুর আবুল কাশেম বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছেন।

মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, তার ছেলে বিদেশে থাকেন। পুত্রবধূ দুই সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করছেন। আসামি আল আমিন বাদীর বাড়িতে যাতায়াত করতেন। এর মাঝে তার পুত্রবধূর কাছ থেকে ২০ হাজার টাকা ধার নেন তিনি।

এ টাকা ফেরত দিতে গত ১৯ মার্চ রাতে বাড়িতে আসেন আল-আমিন। কথাবার্তার এক পর্যায় তিনি তার পুত্রবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় আল আমিন। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানালে তাকে আটক করে।

আরো পড়ুন: নিজ এলাকায় হামলার শিকার হান্নান মাসুদ, বিএনপির বিরুদ্ধে অভিযোগ

মামলার তদন্ত কর্মকর্তা গোড়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ আশরাফুল আলম বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আসামিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীকেও আদালতে পাঠানো হয়েছে। তিনি বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে উপজেলার আরেকটি গ্রামে একই ধরনের ঘটনায় আল আমিন জনতার হাতে আটক হন। আওয়ামী লীগের নেতাদের নগদ ২ লাখ টাকা দিয়ে সে যাত্রা রক্ষা পান।


সর্বশেষ সংবাদ