তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা ছাত্র গ্রেপ্তার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২১ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২১ PM

নাটোরের সিংড়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিংড়ার জামতলীল চওড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিংড়ার থানার ওসি মো. আসমাউল হক।
গ্রেপ্তার মো. আবু বক্কর সিদ্দিক (১৯) সিংড়ার বিজয়নগর এলাকার বাসিন্দা। তিনি উপজেলার পিপলসন কওমি মাদ্রাসার কিতাবখানার ছাত্র।
ধর্ষণের ঘটনায় আট বছর বয়সি শিক্ষার্থীর বাবা আবু বক্করের বিরুদ্ধে মঙ্গলবার সিংড়া থানায় মামলা করেন বলে জানান সিংড়ার থানার ওসি আসমাউল হক। তিনি বলেন, মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী স্কুলে যাওয়ার সময় বিজয়নগর এলাকার মদিনাতুল কওমি মাদ্রাসার একটি কক্ষে ডেকে নিয়ে তাকে জোর করে ধর্ষণ করার অভিযোগ ওঠে আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আবু বক্কর পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজন ও স্থানীয়রা।
এ ব্যাপারে বিজয়নগর মদিনাতুল কওমি মাদ্রাসার মোয়াজ্জিন শরিফুল ইসলাম সেন্টু সাংবাদিকদের বলেন, তিন দিন আগে মাদ্রাসা ছুটি হওয়ার পর তিনি শুধু আজান ও নামাজের দায়িত্বে ছিলাম। ঘটনার দিন মাদ্রাসার একটি কক্ষ খোলা রেখে তিনি বাজারে চলে যান। তার অনুপস্থিতিতে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে খোলা রেখে যাওয়া কক্ষে ঘটনাটি ঘটে।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, এ ঘটনায় শিশুটির বাবার করা মামলার পর বুধবার রাতে অভিযান চালিয়ে চওড়া এলাকা থেকে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।