ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু 

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে  © প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর স্টেশনরোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ওই যুবকের নাম–ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে স্টেশনরোড এলাকায় এক পথচারীর মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ওই যুবক। এ সময় স্থানীয় কয়েক ব্যক্তি তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে স্টেশনরোডসংলগ্ন একটি ফাঁকা জায়গায় নিয়ে পিটুনি দেন উপস্থিত লোকজন। এ সময় ওই যুবকের শরীর নিস্তেজ হয়ে পড়ে।

পরে টঙ্গী পূর্ব থানার পুলিশ রাত সাড়ে ১০টার দিকে আহত যুবককে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মো. এহতেশাম বলেন, খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মূলত ছিনতাইয়ের অভিযোগে স্থানীয় লোকজন তাঁকে পিটুনি দিয়েছেন। তবে এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence