বাসে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানি, প্রতিবাদে সড়ক অবরোধ

মৌচাক মোড় এলাকায় সড়ক অবরোধ শিক্ষার্থীদের
মৌচাক মোড় এলাকায় সড়ক অবরোধ শিক্ষার্থীদের  © সংগৃহীত

রাজধানীতে চলাচল করা লাব্বাইক পরিবহনে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। হয়রানির শিকার ওই ছাত্রী ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করেন। তখন বাসের চালক ও হেলপার উল্টো তাকে হেনস্তা করেন বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগী ছাত্রী। তিনি বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদালয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌচাক মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহপাঠী ও অন্যান্য শিক্ষার্থীরা।

ভুক্তভোগী ছাত্রী জানান, মঙ্গলবার বিকেলের দিকে তিনি মৌচাক মোড় থেকে লাব্বাইক পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে সেসময় প্রচন্ড ভিড় ছিল। বাসায় যাওয়ার তাড়া থাকায় তিনি ভিড় ঠেলে বাসে উঠেছিলেন। বাসটি আনসার ক্যাম্প এলাকায় গেলে সেখান থেকে একজন যুবক বাসে ওঠেন।

ছাত্রীর অভিযোগ, বাসে উঠে ওই যুবক তার পেছনে গিয়ে দাঁড়ান। যুবক তাকে পেছন থেকে স্পর্শ করায় তিনি তাকে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে অনুরোধ করেন। পরে ছাত্রী বুঝতে পারেন ওই যুবক তাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করছেন। স্পর্শকাতর জায়গায় হাতও দেন। বিষয়টি নিয়ে তিনি জোরালো প্রতিবাদ করেন। একপর্যায়ে পথিমধ্যে বাসের চালক ও হেলপার তাকে বাস থেকে নামিয়ে দেন।

তিনি আরও বলেন, ‌‌‌‘আমি জোর করে ওই বাসে আবার উঠি। কিন্তু তারা আমাকে বিশ্রি ভাষায় গালাগাল করতে শুরু করেন। বাসে থাকা অনেক নারী যাত্রীও বিষয়টি নিয়ে কোনো কথা বলছিলেন না। বাধ্য হয়ে আমি কাজলা এলাকায় নেমে যাই।’

এদিকে, ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তার সহপাঠীদের জানালে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী লাব্বাইক পরিবহনের মালিককে অভিযোগ করেন। তবে তিনি সুনির্দিষ্ট কোনো আশ্বাস না দেওয়ায় বুধবার বেলা ১১টার দিকে তারা মৌচাক মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এসময় শিক্ষার্থীরা ‘লোকাস বাসে হ্যারাজমেন্ট, বন্ধ করো বন্ধ করো’ স্লোগান দেন। তাছাড়া তাদের হাতে ‘বোন তোমার ভয় নেই, সাহস হবে অস্ত্র/অন্যায় হবে ধ্বংস’, ‘বাস-রাস্তা, নারীর জন্য নিরাপদ হোক সব জায়গা’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হয়রানির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে, বাসে নারীদের সংরক্ষিত আসন নিশ্চিত করে নিরাপত্তা বজায় রাখা এবং নির্দিষ্ট স্টপেজ ছাড়া যাত্রী ওঠানো-নামানো না করা।

জানতে চাইলে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য্য বলেন, বিষয়টি নিয়ে দুপুরের পর খিলগাঁও থানায় আমরা বসেছিলাম। সেখানে লাব্বাইক পরিবহনের মালিক ও প্রতিনিধিরা ছিলেন। যে চালক-হেলপার ছাত্রীকে হেনস্তা করেছিলেন, তারা মুচলেকা দিয়েছে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের যেসব দাবি সেগুলো বাসমালিক কর্তৃপক্ষ মেনে নিয়েছেন।

ছাত্রী হয়রানিকারি যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। সেজন্য অজ্ঞাতনামা হিসেবে তার বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রী সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।’

তবে বিষয়টি নিয়ে লাব্বাইক পরিবহনের মালিক-কর্মকর্তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence