বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান

সাভানা ইকো রিসোর্ট
সাভানা ইকো রিসোর্ট  © সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযানে গেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা বিভাগ (সিআইসি)। আজ মঙ্গলবার সকালে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সিআইসির ১৫ সদস্যদের একটি টিম ওই রিসোর্টে অভিযান শুরু করে।

আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে বেলা ১১টা থেকে এ অভিযান শুরু করেছে তারা।

এ পর্যন্ত বে শ কয়েকটি কম্পিউটারের হার্ডডিস্ক ও বিপুলসংখ্যক নথিপত্র যাচাই-বাছাই করেন এনবিআর কর্মকর্তারা।
 
মূলত সম্পদের হিসাব বিবরণীতে দেয়া তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতা মিলিয়ে দেখতেই এ অভিযান বলেও জানান তারা।
অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বেনজীরের দেওয়া সম্পদের হিসাবের সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে এনবিআরের গোয়েন্দা বিভাগ এ অভিযান পরিচালনা করছে। দুপুরে রিসোর্টে প্রবেশ করে ৬১২ একরের রিসোর্টটি পরিদর্শন করছেন তাঁরা।

সাভানা রিসোর্টটি এখন জেলা প্রশাসনের অধীন রয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও এখানে তেমন কোনো উপস্থিতি নেই।

বেনজীর আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও র‍্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের আগেই তার বিরুদ্ধে গণমাধ্যমে নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। সর্বশেষ গত ডিসেম্বরে বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চারটি মামলা করেছে দুদক।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence