শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়ায় ছাত্রদলের ৩ কর্মীকে পেটাল ছাত্রলীগ

২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছবিতে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়ায় পিরোজপুরে ছাত্রদলের তিন কর্মীকে পিটিয়ে আহত করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রবিবার জেলার নেছারাবাদ উপজেলার জুলুহার বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আহত ছাত্রদলকর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করে। সেই ছবিতে আমরা হা হা রিয়্যাক্ট  দিয়েছিলাম। এ কারণে আজ সকালে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসসহ ১০-১২ জন ছাত্রলীগের লোক লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় সিয়াম ছাড়াও আহত হয়েছেন ছাত্রদলকর্মী মো. হাসান ও রিয়ান।  

অভিযুক্তরা হলেন উপজেলার জুলুহার গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে আরজু। তারা সবাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী।

হামলার বিষয়ে অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের বক্তব্য পাওয়া না গেলেও মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.  হুমায়ুন কবির।  

তিনি বলেন, সকালে দুই দল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। আর ছাত্রদলের ছেলেরা তাতে হা হা রিয়্যাক্ট দেওয়ার ঘটনা নিয়ে মারামারি হয়েছে।

পেশায় ব্যবসায়ী জামায়াত সেক্রেটারির মোট সম্পদ কত?
  • ০১ জানুয়ারি ২০২৬
তীব্র শীতে মানবেতর জীবনযাপন বেদেপল্লীর বাসিন্দাদের
  • ০১ জানুয়ারি ২০২৬
২৫ ভরি গহনার মূল্য ৪০ হাজার টাকা দেখালেন বিএনপি নেতা
  • ০১ জানুয়ারি ২০২৬
অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রির বিরুদ্ধে অভিযান, ৯ মামল…
  • ০১ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে পড়ুয়ারা সব পাঠ্যবই পেলেও অপেক্ষা ইবতেদায়ি ও মাধ্য…
  • ০১ জানুয়ারি ২০২৬
পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা করবে পুলিশ, পুলিশ করলে কী…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!