দীপ্ত টিভির কর্মী খুন: গ্রেপ্তার পাঁচজন ৪ দিন করে রিমান্ডে

গ্রেপ্তার আসামিরা
গ্রেপ্তার আসামিরা  © সংগৃহীত

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার পাঁচজনের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হয়। এ সময় তাদের প্রত্যেককে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান বলেন, ‘তামিম হত্যাকাণ্ডের ঘটনায় ১৬ জনের নামে মামলা করেছে পরিবার। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিউল আলম রবি এ মামলার ৩ নম্বর আসামি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই অন্যদের গ্রেপ্তার করে আইনে সোপর্দ করতে পারব।’

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্ততরের কর্মকর্তা মামুন (১ নম্বর আসামি) এবং প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলম রবির প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে। জমির মালিককে প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের পাঁচটি ফ্ল্যাট দেওয়ার চুক্তি থাকলেও তারা দুটি হস্তান্তর করেছে। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট অবৈধভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের শ্বশুরের কাছে বিক্রি করেন শেখ রবিউল আলম রবি। ফ্ল্যাটটি তারা অবৈধভাবে জবরদখল করে রেখেছিল। যা নিয়ে গত তিন বছর ধরেই দ্বন্দ্ব চলে আসছিল।

আর পড়ুন: বাসায় ঢুকে দীপ্ত টিভির কর্মী তামিমকে পিটিয়ে হত্যা

বাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, এ ঘটনায় বিএনপির একজন প্রভাবশালী নেতার কোম্পানি এবং তার লোকজন হামলা করেছে, এমন অভিযোগ আছে। এ ঘটনায় বিএনপির ওই নেতা কতটা সংযু্ক্ত?

জবাবে ডিএমপির কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় নয়। আমরা অপরাধ এবং অপরাধী হিসেবেই দেখছি। অপরাধী যেই হোক তদন্তে তার দোষ প্রমাণিত হলে অবশ্যই আমরা তার বিরুদ্ধে চার্জশিট দেব।’

প্রাথমিক তদন্তে পুলিশে রবিউল আলম রবির সংশ্লিষ্টতা পেয়েছে কিনা- আরেক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্টতা পাচ্ছি। তবে এটা তদন্তাধীন বিষয়। তদন্ত শেষ হলেই কার কী ভূমিকা ছিল, সেটা পরিষ্কার হয়ে যাবে। ... তিনি কোম্পানির মালিক। তার কোম্পানির সঙ্গে জমির মালিকের দ্বন্দ্ব। সুতরাং তার তো দায় থাকেই।’

পুলিশের এই কর্মকর্তা জানান, এই দ্বন্দ্বের জেরে বৃহস্পতিবার সকালে অতর্কিতে সিসি ক্যামেরা ভেঙে সেই ফ্ল্যাটে হামলা করলে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল ইসলাম জাহান তামিম গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence