শিশুকে গুলি করে হত্যা, হানিফসহ ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৬ আগস্ট ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুষ্টিয়ায় গুলি করে আব্দুল্লাহ (১৩) নামে এক শিশুকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে হুকুমের আসামি করা হয়েছে।

অস্ত্র দিয়ে গুলি করার আসামি করা হয়েছে কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাকে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে আব্দুল্লাহর বাবা লুকমান হোসেন কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান গণমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন।

গত ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহরের ছয় রাস্তার মোড়ে আব্দুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। সে কুষ্টিয়া ফায়ার সার্ভিস গেট সংলগ্ন চায়ের দোকানে বাবার সঙ্গে কাজ করতো। আব্দুল্লাহ চর থানা পাড়ার লোকমান হোসেনের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে করা হত্যা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ মোট ১৪ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-২০ জনকে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আমার সন্তান আব্দুল্লাহ আমার সঙ্গে কুষ্টিয়া ফায়ার সার্ভিস গেটে চায়ের দোকানে কাজ করতেন। আমি অসুস্থ হয়ে শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ৫ আগস্ট দুপুর ২টার দিকে আমার সন্তান হাসপাতাল থেকে বাড়িতে যাচ্ছিল আমার জন্য খাবার নিয়ে আসতে। এ সময় পথিমধ্যে ৩টা ৫মিনিটের দিকে থানাপাড়া ছয় রাস্তার মোড়ে পৌঁছালে সারা দেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মুখে পড়ে। একপর্যায়ে এক নম্বর আসামির (কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ) হুকুমে অন্যান্য আসামিরা দিগ্বিদিক এলোপাতাড়ি ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। আমার সন্তান মিছিলের মধ্যে পড়ে গিয়ে দিশাহারা হয়ে যায়।

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ও জামায়াত প্রার্থী দেলাওয়ারের মনো…
  • ০৩ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে হামলার পলাতক আসামি আ.লীগ নেতার মনোনয়ন বৈধ
  • ০৩ জানুয়ারি ২০২৬
হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না, বুঝবেন যেভাবে
  • ০৩ জানুয়ারি ২০২৬
গুম কমিশনের মেয়াদ বাড়ল
  • ০৩ জানুয়ারি ২০২৬
শরীয়তপুরে ছুরিকাঘাত ও আগুনে দগ্ধ সেই ব্যবসায়ীর মৃত্যু
  • ০৩ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শেষ ১২ জানুয়ারি
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!