দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

১৫ আগস্ট ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা

দীপু মনি ও তার ভাইয়ের নামে নাশকতার মামলা © ফাইল ছবি

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি এবং তার ভাই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৩৮২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে নাশকতার অভিযোগে মামলা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) মামলাটি দায়ের করেছেন চাঁদপুর পৌর ৮নং ওয়ার্ডের কোরালিয়ার সামসুল হক হাওলাদের ছেলে মো. সেলিম মিয়া (৪৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীপু মনি, তার ভাই টিপু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীর সুমনের হুকুমে গত ১৮ জুলাই শহরের মুনিরা ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও ভবনে অগ্নিসংযোগ করা হয়। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, যাদের নাম মামলার তালিকায় উঠেছে তারা সবাই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বর্তমান ও সাবেক নেতা। অধিকাংশই চাঁদপুর পৌর ও সদর উপজেলার আওতাধীন আওয়ামী লীগের নেতাকর্মী।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ মুহসীন আলম বলেন, মামলার আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

এদিকে মামলার বিবাদীরা সবাই আত্মগোপনে থাকায় তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগ: মামলা
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেরত নয়, জনগণের দেওয়া ৪৭ লক্ষ টাকা নির্বাচনেই ব্যয় করছেন তা…
  • ০২ জানুয়ারি ২০২৬
ডেভিল হান্ট অভিযানে ‘জুলাই যোদ্ধা’ আটক, থানা ঘেরাওয়ের পর মু…
  • ০২ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের চেয়ে স্ত্রীর বার্ষিক আয় প্রায় দ্বিগুণ
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!