এমপির বাসায় আগুন, পুড়ে কঙ্কাল ছাত্রলীগ নেতা

০৫ আগস্ট ২০২৪, ০৮:১৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫৩ AM
এমপির বাসায় আগুন

এমপির বাসায় আগুন © সংগৃহীত

সিরাজগঞ্জ-২ আসনের এমপি ড. জান্নাত আরা হেনরীর পুড়ে যাওয়া বাসা থেকে দু’টি কঙ্কাল উদ্ধার হয়েছে। জেলা শহরের মুজিব সড়কের বাসায় উদ্ধার কঙ্কাল দু’টির একটি ছাত্রলীগ কর্মী শাহিন আহম্মেদের। তবে অন্যটির পরিচয় পাওয়া যায়নি। রোববার রাত সাড়ে ১০টায় পুড়ে যাওয়া ঘর থেকে কঙ্কাল দু’টি উদ্ধার করা হয়। কঙ্কাল উদ্ধারের পর বঙ্গমাতা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘কোটা আন্দোলনকারীদের আড়ালে জামায়াত-শিবির ও বিএনপির লোকজন এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ করে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার পর পুরো জেলায় অন্যান্য থানার নিরাপত্তা নিয়ে পুলিশ মহাব্যস্ত। এমপির বাড়ি থেকে কঙ্কাল উদ্ধারের ঘটনা শুনেছি। বিস্তারিত ঊর্ধ্বতন কর্মকর্তারা হয়তো জানেন।’

অপরদিকে, এমপির ব্যক্তিগত সহকারী জুয়েল হোসেন সাংবাদিকদের জানান, ‘দুজনের একজন যানপুর মহল্লার শাহিনের কঙ্কাল হিসেবে ধারণা করা হচ্ছে।’ তিনি আরও জানান, জামায়াত-বিএনপি-কোটা আন্দোলনকারীদের সঙ্গে একজোট হয়ে এমপি ড. হেনরী ম্যাডামের বাসা ভাঙচুর করে আগুন দেয়। শাহিনসহ দুই কর্মীকে বাসায় পেয়ে তাদের পিটিয়ে হত্যার পর আগুনে পুড়ে কঙ্কাল বানিয়েছে।’

এর আগে সকালে সিরাজগঞ্জ সদর থানা আক্রমণ ও শহরে তাণ্ডবের সময় পুলিশের ছোড়া গুলিতে যুবদলের তিন কর্মী নিহত হন। এসব নিয়ে জেলায় পুলিশসহ মোট ২৭ জনের নিহতের সংবাদ পাওয়া গেল।

বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬