ফের ৩ দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ

৩০ জুলাই ২০২৪, ০৫:২৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ © সংগৃহীত

কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৩০ জুলাই) এ মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে।

এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য ফের ১০ দিনের রিমান্ড চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবু সাইদ মিয়া আবেদন করেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন।

এরপর রাষ্ট্রপক্ষে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর রিমান্ড ও জামিনের বিরোধিতা করা হয়। আর উভয় পক্ষের শুানিন শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত আদেশ দেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক শাহ আলম।

এর আগে গত ২৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন  ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নিষিদ্ধ হিযবুত তাহরীরের পোস্টার, বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্…
  • ০১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের আগেই এনসিপির গ্রুপ থেকে বের করে দেয়া হয় তাসনিম জা…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
‘এর চেয়ে বিকট আওয়াজ আর আগুন তোমাকে দিশেহারা করার অপেক্ষায়’
  • ৩১ ডিসেম্বর ২০২৫
বছর শেষে দুঃসংবাদ পেলেন এমবাপে
  • ৩১ ডিসেম্বর ২০২৫
মেট্রো স্টেশনের প্লাটফর্মেও খালেদা জিয়ার জানাজা আদায় করলেন …
  • ৩১ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবেন : মাসুদ সাঈদী
  • ৩১ ডিসেম্বর ২০২৫