দাখিল-আলিমের দুই ছাত্রীর অসম প্রেম, জামিন দিলেন আদালত

  © সংগৃহীত

দুই মাদ্রাসাছাত্রীর মধ্যে গড়ে উঠেছে অসম প্রেমের সম্পর্ক। তারা একসঙ্গে করেছেন রাত্রিযাপনও। সম্প্রতি টাঙ্গাইলের গোপালপুরে এমনই ঘটনা ঘটেছে। আটকের পর সোমবার (২৩ এপ্রিল) তাদের আদালতে পাঠানো হলে তাদের জামিন দেন গোপালপুর আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিসেস রুমি খাতুন।

টাঙ্গাইলের গোপালপুরের দাখিল শ্রেণির ছাত্রীর কাছে অপরজন কিশোরগঞ্জের আলিম শ্রেণির ছাত্রী তিনদিন আগে গোপালপুরে আসেন। পরে রোববার (২১ এপ্রিল) রাতে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেন ও উভয়ে বিয়ে করার সিদ্ধান্তের কথা জানান।

টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, ছাত্রীদের মধ্যে একজনের বয়স আঠারোর ওপরে, অন্যজনের নিচে। দুইজনকেই গোপালপুর আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিসেস রুমি খাতুনের আদালত জামিন দেন।

জানা যায়, এক বছর আগে টাঙ্গাইলের কিশোরীর সঙ্গে ফেসবুকে কিশোরগঞ্জের তরুণীর পরিচয় হয়। পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। গত আগস্টে কিশোরী কিশোরগঞ্জে ওই তরুণীর বাড়িতে যায় এবং বান্ধবী পরিচয়ে একসঙ্গে রাত্রিযাপন করে। এর ধারাবাহিকতায় তিনদিন আগে গোপালপুরে আসেন ওই তরুণী। দেড় হাজার টাকা মাসিক ভাড়ায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বাসা ভাড়া নেন। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। 

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব বলেন, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে। অভিভাবকদের সতর্ক থাকা উচিত।

 

সর্বশেষ সংবাদ