বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ

১৩ এপ্রিল ২০২৪, ০৯:৪৭ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

বাগেরহাটে বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে জেলার মোল্লাহাট উপজেলার ঘাটবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তাররা হলো- একই উপজেলার কাহালপুর গ্রামের আকরাম শেখ (১৯), রাজিব শেখ (১৯), সোহাগ মোল্লা (১৮), নাসিম মোল্লা (১৯) এবং কমির শেখ (২২)।

মামলার এজাহারের বরাত দিয়ে মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম বলেন, ‘স্বামী-সন্তানকে নিয়ে শুক্রবার রাতে ফকিরহাটের বাসা থেকে সরসপুর গ্রামে হৃদয় নামে এক ব্যক্তির বোনের বিয়ের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে যান ওই শিল্পী। অনুষ্ঠান শেষে রাত ১২টার দিকে শিল্পীকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে স্বামী-সন্তানকে আলাদা মোটরসাইকেলে তুলে দিয়ে তাদের সঙ্গে রওনা হয় কয়েকজন যুবক। ঘাটবিলা গ্রামে পৌঁছানোর পর মোটরসাইকেল থামিয়ে পাশের পরিত্যক্ত একটি টিনশেড ঘরে আটকে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে আট যুবক। সেখান থেকে তাকে নিয়ে আবার ফকিরহাটে রওনা হয় তারা। এ সময় পুলিশের টহল গাড়ি দেখে ওই শিল্পী চিৎকার শুরু করেন। পরে মোটরসাইকেল থামিয়ে চার জনকে আটক এবং ওই শিল্পীকে উদ্ধার করে পুলিশ। শনিবার সকালে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়।’

নৃত্যশিল্পী বাদী হয়ে আট জনকে আসামি করে থানায় মামলা করেছেন জানিয়ে ওসি আরও বলেন, ‘পাঁচ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিন জনকে গ্রেফতারে অভিযান চলছে।’

 
ইরানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
  • ০৯ জানুয়ারি ২০২৬
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে আবারও পররাষ্ট্র উপদেষ্টা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
‘নাসিরকে বল দেওয়া জীবনের অন্যতম বড় ভুল’
  • ০৯ জানুয়ারি ২০২৬
দুই মাসের আমদানি বিল পরিশোধে রিজার্ভ নামলো ৩২ বিলিয়নে
  • ০৯ জানুয়ারি ২০২৬
চলমান বিক্ষোভে ইরানজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • ০৯ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে বিএনপির একাধিক প্রভাবশালী প্রার্থী, ফুরফুরা জা…
  • ০৯ জানুয়ারি ২০২৬