ঢাবি ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ১১

২৮ ডিসেম্বর ২০২৩, ১২:১৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩২ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল (৩২) ১১ জনকে গ্রেফতারের কথা বলছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গ্রেফতাকৃতদের কাছ থেকে নির্বাচন বানচালের লক্ষ্যে ছাপানো ৫০ হাজার লিফলেট, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধারের কথা বলছে পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের কথা জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নির্দেশনা এবং নেতৃত্বে গ্রেফতাররা বিভিন্ন নাশকতামূলক কাজ ও নির্বাচন বানচালের লক্ষ্যে লিফলেট বিতরণ করে।

হারুন অর রশীদ বলেন, নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর কাটাবনে প্রাইম প্রিন্টারসে অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট জব্দ করে পুলিশ। বুধবার রাতে সেখান থেকে আরও ৯ জনকে গ্রেফতার করা হয়।

ডিবিপ্রধান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশতার উদ্দেশ্য এসব লিফলেট এবং গান পাউডার মজুত করেছিল তারা। এসব গান পাউডার দিয়ে ২০০টির বেশি ককটেল বানানো যেতো।

৭ জানুয়ারি কেউ যেনো ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তারা রাষ্ট্রবিরোধী, সংবিধান, দেশবিরোধী কাজ করছে। নাশতার চেষ্টা করলে কাউকে ছাড় নয় বলেও জানান মহানগর গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

বিপিএলে ধারাভাষ্য প্যানেলে আরেক চমক
  • ০৮ জানুয়ারি ২০২৬
জকসুতে শিবিরের বিজয় অন্য ছাত্র সংসদগুলোর চেয়ে বেশি তাৎপর্যপ…
  • ০৮ জানুয়ারি ২০২৬
হেরে গেলেও বুক ফুলিয়ে বলতে পারব, জগন্নাথেও ছাত্র সংসদ নির্ব…
  • ০৮ জানুয়ারি ২০২৬
মার্কেটিং অফিসার নেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন অনলাইনে
  • ০৮ জানুয়ারি ২০২৬
মুস্তাফিজকে আইপিএলে ফেরত চেয়েছিল বিসিসিআই, সাড়া দেয়নি বিসিবি
  • ০৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় কৃষিজমির মাটি কাটায় জরিমানা, মাটিভর্তি ট্রাক জব্দ
  • ০৮ জানুয়ারি ২০২৬