ট্রেনে কাটা পড়লেন ইউপি চেয়ারম্যান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
যশোরের ঝিকরগাছা উপজেলায় শাহাজাহান আলী মোড়ল নামে এক ইউপি চেয়ারম্যান ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে নাভারণ সৈয়দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গদখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন শাহাজাহান আলী।
ইউপি সদস্য শেখ আনারুল ইসলাম রিপা জানান, চেয়ারম্যান শাহাজাহান আলী ভোরে ঘুম থেকে উঠে হাঁটতে বের হন। রেললাইন ধরে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন তিনি। পেছন দিক থেকে আসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আরো পড়ুন: শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই চলে গেলাম— স্ট্যাটাস দিয়ে যুবকের বিষপান
আশপাশের লোকজন চেয়ারম্যানকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির কর্মকর্তারা জানান, চেয়ারম্যান শাহজাহান আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।