আল জামিয়া মাদ্রাসার প্রধানের অপসারণ দাবিতে গভীর রাতে বিক্ষোভ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
চট্টগ্রামের পটিয়ায় আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার প্রধান ও মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামজার অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন ছাত্ররা। শনিবার (২৮ অক্টোবর) গভীর রাতে বিক্ষোভকারীরা লাঠিসোটা হাতে মহড়া দেন। খবর পেয়ে পুলিশ অবস্থান নেয়।
তবে মাদ্রাসার সব গেট বন্ধ থাকায় পুলিশ ভেতরে ঢুকতে পারেনি। প্রশাসনের পক্ষ থেকে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানা গেছে, শনিবার রাত ১২টার পর থেকে মাদ্রাসায় বিক্ষোভ শুরু হয়। এ সময় ছাত্ররা দরজা জানালাসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় আহত জাকারিয়া নামের এক ছাত্রকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্র জানায়।
আরো পড়ুন: ৩৫ আন্দোলনকারীদের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক সোমবার
বিক্ষোভ চলাকালে ছাত্ররা এক দফা দাবি প্রধান পরিচালক ওবায়দুল্লাহর হামজার অপসারণ দাবি করেন। এ সময় আন্দোলনকারীরা মসজিদের মাইকে তার অপসারণ দাবি করে বিভিন্ন স্লোগান দেন। মাদ্রাসার সব বাতিও বন্ধ করা হয়।