স্কুলছাত্র হত্যা মামলায় গ্রেফতার ৫

গ্রেফতার আসামির
গ্রেফতার আসামির  © সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চাঞ্চল্যকর স্কুল ছাত্র সাইদুল ইসলাম বাপ্পি (১৪) হত্যা মামলার প্রধান আসামী লিটন মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।। মঙ্গলবার ভোরে উপজেলার ফতেপুর ইউনিয়নের নৈকাহন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা।

আটককৃতরা হলো বাপ্পি হত্যা মামলার প্রধান আসামী গোপালদী পৌরসভার উলুকান্দী পূর্বপাড়া গ্রামের করম আলীর ছেলে লিটন মিয়া (৩৫)। অপর আসামীরা হলো নরসিংদী মাধবদী নোয়াকান্দি গ্রামের কেরামত আলীর ছেলে মো. হাফিজ (৫৮), উপজেলা নৈকাহন এলাকার ফরিদুল ইসলামের ছেলে তৌফিকুর রহমান শিপু (২৪), একই এলাকার মইজ উদ্দিনের ছেলে হযরত আলী (১৮), কায়িমপুর এলাকার জংসর আলীর ছেলে বিল্লাল হোসেন।

 এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিনিয়র সহকারি পরিচালক রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত আসামীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামের দরিদ্র খোকন মিয়া অটোরিকশা চালিয়ে পাঁচ সদস্যের সংসারের খরচ মেটান। তার কষ্ট দেখে প্রায়ই অটোরিকশা নিয়ে বের হতো ছেলে সদাসদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইদুল ইসলাম বাপ্পি (১৪)। গত ১৩ সেপ্টেম্বর সকালে অটো নিয়ে গ্যারেজ হতে বের হলে লিটন মিয়া তার শ্বশুর বাড়ি যাবে বলে বাপ্পির অটোরিকশা ভাড়া করে। পরে তার সহযোগিদের নিয়ে বাপ্পিকে হত্যা করে অটোরিকশা এবং তার সাথে থাকা গলার চেইন ও ব্রেসলেট ছিনিয়ে নেয়।

বাপ্পি বাড়িতে ফিরে না আসায় তার মা পারভীন আক্তার বিভিন্ন জায়গায় খোজ করে না পেয়ে লিটনকে জিজ্ঞেস করলে সে জানেনা বলে জানায়। পরদিন ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার নয়নাবাদ এলাকার একটি ডোবার মধ্যে বাপ্পির মরদেহ পাওয়া যায়। নিহত বাপ্পির মরদেহ উদ্ধারের পর থেকে লিটন বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের সন্দেহ হলে তাকে খুঁজতে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence