তিস্তা নদীতে তলিয়ে গেল দুই এইচএসসি পরীক্ষার্থী

তিস্তা নদী
তিস্তা নদী  © ফাইল ছবি

তিস্তা নদীর ধারে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে নামেন ছয় জন। দুপুরের দিকে চারজন উঠে আসলেও মুন্না ও‌ নাইস নামে দু’জন তলিয়ে যান। তারা টিকটক করতে নদীতে নেমেছিলেন বলে দাবি স্থানীয়দের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ দুই শিক্ষার্থীর সন্ধান এখনও মেলেনি। বুধবার (৬ সেপ্টেম্বর) উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজার সংলগ্ন তিস্তা নদীতে নিখোঁজ হন তারা।

নিখোঁজ দুই শিক্ষার্থী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে মুন্না মিয়া (১৮) ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গণেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে নাইস আহমেদ (১৯)। দুজনই এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। নাইস গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে পড়াশোনা করতেন।

গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মমতাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীসহ রংপুর থেকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। রাতে অভিযান বন্ধ রাখা হয়।

ইউএনও নাহিদ তামান্না বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ফায়ার সার্ভিস অভিযান শুরু করেছে। উপজেলা প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে।


সর্বশেষ সংবাদ