চাকরির প্রলোভনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রতারক

পুলিশের হাতে গ্রেফতার আলম
পুলিশের হাতে গ্রেফতার আলম  © সংগৃহীত

নীলফামারীর উত্তরা ইপিজেডের বিভিন্ন কোম্পানিতে চাকরির আশ্বাসে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের মূলহোতা আলমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছে সদর থানার ওসি খান মো. শাহরিয়ার।

এই ব্যক্তি নীলফামারী সদর উপজেলার বাবরিঝাড় গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার দেওয়া তথ্যমতে চক্রের শাহীন (৩২) ও মোস্তফা কামাল (৩৭) নামের আরও দুই জনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ইপিজেড এলাকায় একেক সময় একেক কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বেকার ছেলে-মেয়েদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তিনি।

উত্তরা ইপিজিডের এভারগ্রিন নামের একটি কারখানা গত রবিবার (১৩ আগস্ট) মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।। প্রাথমিকভাবে আসামি শাহীন দোষ স্বীকার করেছে।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ