বিষপানের পর মোটরসাইকেল কিনে দেন বাবা, তাতেই প্রাণ গেল স্কুলছাত্রের

০৫ আগস্ট ২০২৩, ০৯:২৫ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে

ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু হয়েছে © ফাইল ছবি

নতুন মোটরসাইকেল কিনে না দেওয়ায় করেছিল বিষ পান। বাধ্য হয়ে বাবা জমি বেচে কিনে দেন। পরে তা নিয়ে ঘুরতে বেরিয়ে সড়কে প্রাণ গেল এক স্কুলছাত্রের। আহত হয়েছেন তিনজন। শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার কলাহাটের সামনে দু‘টি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।

স্কুলছাত্র মাহিন হোসেন (১৫) হরিনাকুন্ডুর মকিমপুর গ্রামের মনোয়ার মন্ডলের ছেলে। সে মকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আহতরা তার বন্ধু শুভ ও ঝন্টু। অপর মোটরসাইকেলের চালক জাহিদুল ইসলামও চিকিৎসাধীন আছে। সদর হাসপাতালের চিকিৎসক মুসলিমা জিনাত রহমান জানান, মাহিনকে মৃত অবস্থায় আনা হয়। অন্য দু-জনের অবস্থাও গুরুতর।

আরাপপুর হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট ফয়সাল আহমেদ জানান, মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল মাহিন হোসেন, শুভ ও ঝন্টু। শৈলকুপার ভাটই বাজার থেকে বাড়ি ফেরার পথে কলাহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন দিক থেকে আসা মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।

গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, ছেলেটির বাবা মুদি দোকানি। মোটরসাইকেল কেনার জন্য বাবার সঙ্গে ঝগড়া করে বিষ খেয়েছিল সে। পরে জমি বিক্রি করে মোটরসাইকেল কিনে দেন বাবা। সে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েই এলোমেলো চালানোর সময় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬