ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, প্রাণ গেল ১৪ জনের

২২ জুলাই ২০২৩, ১১:৩৮ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া বাস

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়া বাস © সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পুকুরে পড়ে গেছে। এতে শিশুসহ ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। শনিবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জহিরুল ইসলাম।

স্থানীয় কয়েকজন জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সড়কের পাশে থাপুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে।

ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে তল্লাশি চালানো হচ্ছে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। ক্রেন দিয়ে বাসটি তোলার চেষ্টা করছে পুলিশ।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, আহত অবস্থায় যাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বলেন, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬