অভিমানে গলায় ফাঁস নিলেন ইংলিশ মিডিয়ামে পড়ুয়া ছাত্রী

২৮ মে ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে জাফরাবাদ রোড এলাকার একটি বাসায় প্রযুক্তা সাহা (১৬) নামে ইংলিশ মিডিয়ামে পড়ুয়া এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার (২৮ মে) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অচেতন অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওই কিশোরীর বাবা শ্যামা প্রসাদ সাহা বলেন, প্রযুক্তা সাহা ই এস ইংলিশ মিডিয়াম স্কুল থেকে ও লেভেল পরীক্ষা দিয়েছে। করোনার সময় মোবাইলে এক মুসলিম ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। বিষয়টি জানার পর তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। এ কারণে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ে। পড়াশোনার জন্য বকাঝকা করা হয়েছিল।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার রথখোলা এলাকায়। বর্তমানে হাজারীবাগ জাফরাবাদ রোড ২৯৭/বি নম্বর বাসায় পরিবার নিয়ে আছেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

গত ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত আব্দুল…
  • ০২ জানুয়ারি ২০২৬
মৃত ভোটারের স্বাক্ষর থাকায় স্বতন্ত্রসহ তিন প্রার্থীর মনোনয়ন…
  • ০২ জানুয়ারি ২০২৬
গ্রহণযোগ্য নির্বাচনে আ. লীগের অংশ নেওয়া-না নেওয়ার মূল্য গুর…
  • ০২ জানুয়ারি ২০২৬
পেশায় ‘প্রকাশক’ জোনায়েদ সাকির সম্পদের পরিমাণ প্রায় অর্ধকোট…
  • ০২ জানুয়ারি ২০২৬
টিএসসিতে ছাত্রদলের মিলাদ মাহফিল শুরু
  • ০২ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের আগুনঝরা বোলিংয়ে দাঁড়াতেই পারল না ঢাকা ক্যাপিটালস
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!