নেত্রকোনায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

১৪ মে ২০২৩, ১০:৪৯ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© টিডিসি ফটো

নেত্রকোনার মদনে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। রবিবার (১৪ মে) ভুক্তভোগী কিশোরীর মা তৌহিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযুক্ত যুবক তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তৌহিদুল ইসলাম মদন পৌরসভার জাহাঙ্গীরপুর দক্ষিণ পাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে রবিবার বিকালে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, তৌহিদুল ইসলাম ভুক্তভোগী ওই প্রতিবন্ধী কিশোরীকে প্রায় সময়ই বিরক্ত করতেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে বাইরে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্ত তৌহিদুল ইসলাম কিশোরীকে জোরপূর্বক পাশের একটি ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তার মা রবিবার মদন থানায় একটি মামলা দায়ের করেন।  

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে রবিবার নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পবিপ্রবিতে শিবিরের বিক্ষোভ মিছিলে ছাত্রদলের বাধা, ক্যাম্পাস…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬
শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৯ জানুয়ারি ২০২৬
দেখেছেন ৮ বার, টাইম ম্যাগাজিনকে নিজের পছন্দের মুভির নাম বলল…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে সংঘর্ষে জামায়াত নেতা নিহত, বিচারের দাবিতে বরিশাল বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বয়কট গুঞ্জনের মাঝেই পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন সাবেক ভা…
  • ২৯ জানুয়ারি ২০২৬