এমবিবিএসসহ দেশ-বিদেশ থেকে নেওয়া সব ডিগ্রি ভুয়া, কারাগারে কাপড় ব্যবসায়ী

  © সংগৃহীত

দেশ ও বিদেশ থেকে নেওয়া এমবিবিএসসহ সব ডিগ্রি ভুয়া হওয়ায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মো. সাইফুল ইসলাম নামের এক চিকিৎসককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার বিকেলে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

মো. সাইফুল ইসলাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা। তিনি একজন কাপড় ব্যবসায়ী। তবে প্রতি শুক্রবার রোগী দেখতেন।

জানা যায়, প্রতি শুক্রবার নবাবগঞ্জ উপজেলার জেলা পরিষদের মার্কেটের ‘সালমান অপটিকস চেম্বারে’ রোগী দেখেন সাইফুল ইসলাম। তিনি নিজেকে এমবিবিএস (ঢাকা), বিএইচএস (হেলথ), ডিএও (চক্ষু) ইবিটি (চক্ষু) ট্রেইন্ড ইন অরবিস ডিগ্রিধারী চিকিৎসক দাবি করেন। এমনকি এলভি প্রসাদ, আই ইনস্টিটিউট, হায়দ্রাবাদ থেকে চক্ষু রোগে বিশেষ অভিজ্ঞ সম্পন্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন। 

গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম অভিযান চালিয়ে সাইফুলকে আটক করেন। পরে তার সব ডিগ্রি ভুয়া হওয়ায় এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, ভুয়া চিকিৎসক মো. সাইফুল ইসলামের বাংলাদেশ ডেন্টাল ও মেডিকেল কাউন্সিলের নিবন্ধন ছিল। এমবিবিএস সনদও নেই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence