চাঁদার দাবিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে মারধর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০১:৫৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদার দাবিতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক প্রকৌশলীকে মারধর ও প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পেরাব উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ দ্বিতীয় ও তৃতীয় তলার ছাদ ঢালাই চলাকালীন সময়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হককে মারধর, হুমকি-ধামকি দেয় রিয়েল মোল্লা ও সাব্বির দেওয়ান নামে দুই স্থানীয় সন্ত্রাসী।
সোনারগাঁও থানায় করা অভিযোগ থেকে জানা যায়, সরকারের বরাদ্দকৃত উন্নয়ন প্রকল্পের আওতায় পেরাব উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় তলার উন্নয়ন কাজ চলছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন প্রকল্পে তকার বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে ছাদ ঢালাইয়ের কাজ চলে।
সেই কাজের গুণগত মান সংরক্ষণ ও তদারকির কাজ করছিল উপ-সহকারী প্রকৌশলী আরিফুল হক। ঢালাই কাজ প্রায় শেষের দিকে আসলে বিকেল আনুমানিক ৫টার দিকে পেরাব গ্রামের জহিরুল মোল্লার ছেলে রিয়েল মোল্লা এবং আমবাগ গ্রামের বাদল দেওয়ানের ছেলে সাব্বির দেওয়ান স্কুল এলাকায় ঢুকে কাজ বন্ধ করে দেয়। প্রকৌশলীকে মারধর করে। এসময় স্কুল ম্যানেজিং কমিটির অভিবাবক সদস্য ও শিক্ষকরা উপস্থিত থাকলেও সন্ত্রাসীদের ভয়ে তারা প্রকৌশলীকে রক্ষা করতে পারেনি। পরে প্রশাসন ও উর্ধতন কতৃপক্ষের সহায়তায় আরিফুল হককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা দেওয়া হয়৷
এ বিষয়ে পেরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন বলেন, স্কুলের ছাদ ঢালাই চলাকালীন দুজন স্থানীয় উশৃংখল ও মাদকসেবী কাজে বাধা প্রদান করে। ইঞ্জিনিয়ারকে মারধর করে এবং আমাকেও অকথ্য ভাষায় গালাগাল করে। কনস্ট্রাকশন কাজের অসঙ্গতির কথা বলে তারা চাঁদার দাবি করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।